এটি আপনার মোবাইলের সিস্টেমের একটি অংশ। এটি ডিজেবল থাকলে তেমন কোনো সমস্যা হবে না। যদি আপনি এটি ইনেবল করতে চান তাহলে আপনি যা করবেন;
  1. আপনার মোবাইলের সেটিংস এ যান।
  2. App এ যান।
  3. All app এ click করুন।
  4. Android system webview তে ক্লিক করুন।
  5. ইনেবল এ ক্লিক করুন।
  6. শেষ।
  7. না হলে আপনি এটি ডাউনলোড করে নিতে পারেন। এই লিঙ্ক থেকে: https://apkpure.com/android-system-webview/com.google.android.webview
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

Google এর ভাষ্যমতে Android System WebView হল এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে আপনার মোবাইলের 3rd Party Apps গুলো ওয়েবের কোন কন্টেন্ট দেখাতে সক্ষম হয়। এবার যদি আমার ভাষায় বলি তাহলে বলতে হবে - ধরুন আপনি কোন একটা App এর মধ্যে আছেন। যেখানে কোন একটা ওয়েবসাইটের লিংক দেয়া আছে। এখন আপনি যদি সেই লিংকে ক্লিক করেন তাহলে সেটা হয়তো কোন একটা ব্রাউজারে ওপেন হতো। যেমন অপেরা মিনি কিংবা গুগল ক্রোমে চলে যেতেন আপনি সেই লিংকটা দেখার জন্য। আগে এমনটাই হত। কিন্তু Android System WebView এর কারণে আপনি আপনার ঐ App থেকে না বেড়িয়ে বরং সেখান থেকেই ব্রাউজারেরর মত করে সেই ওয়েবসাইটের কন্টেন্ট দেখতে পারেন। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনি নিজেই ডিজেবল করেছেন কিনা বলতে পারছিনা। এখন আবার এনাবল করা নিন তাহলেই ঝামেলা শেষ। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ