পার্সওয়ার্ড কয়েকবার ভুল  প্রবেশ করায় বিকাশ একাউন্ট লক  করে দিয়েছে।এখন সঠিক পাসওয়ার্ড দিলেও কাজ করে না।হয়তো ভুল পার্সওয়ার্ড দেওয়ায় বিকাশ এ্যাপস না খুলতে পারে কিন্তু লক করে দেওয়া এটা কোন ধরনের নিয়ম???
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হুম এটাও একধরনের নিয়ম যাতে অন্য কেউ না ঢুকতে পারে এর জন্য আপনি বিকাশ হেল্প লাইনে কল দিন ও ৭২ ঘন্টার মধ্য বিকাশ এযেন্টে গিয়ে ঠিক করে নিন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
BisnuRay

Call

তারা বিকাশ একাউন্টকে নিরপত্তা দেওয়ার জন্য তিনবার পিন ভুল দিলে একাউন্ট লক করে রাখে । এ সমস্যা থেক সমাধানের জন্য বিকাশ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন বা তাদের অফিস নাম্বারে ফোন দিন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

16247 এটা বিকাশের হেল্পলাইন নাম্বার, এটাই কল দিলে অনেক  রেটে কথা বলতে হয় দেখা যায় টাকার জন্য কাজ শেষ করার আগেই কল কেটে যায়, 

তাই এর একটা বিকল্প নাম্বার আছে যেখানে অইটার তুলনায় কম রেটে কথা বলা যায় নাম্বার হলো, 0255663001

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ