হুন্ডি কি আমি জানি। আমার প্রশ্ন হলো হুন্ডি প্রক্রিয়ায় কিভাবে অর্থ পাচার হয়? আমি আমার ১ লাখ টাকা এদেশের একজন ব্যবসায়ীকে দিলাম, বিনিময়ে তার লোকেরা আমার লোককে ভারতের ৮৬ হাজার রুপি দিল কলকাতা শহরে। আমার দেশের টাকা আমার দেশেই রইল। সেটা কেবল আমার হাত থেকে হস্তান্তর হলো মাত্র। আবার কলকাতায় আমাকে যে রুপি দেবে সেটা তো ভারতেরই টাকা। সেই টাকাটাও আমার লোকের হাতে আসার মাধ্যমে হস্তান্তর হলো। তাহলে এতে আমাদের দেশের থেকে অর্থ বেরিয়ে গেলো কিভাবে? আমার বোঝা মতো তো আমার দেশের টারা আমার দেশেই রইলো। ভারতের ও তো কোনো ক্ষতি হলোনা। কারণ ওদের টাকাও ওদের দেশেই রইলো। তাহলে কেনো এটা অর্থ পাচার? আর এর মাধ্যেমে কিভাবে একটি দেশের অর্থনৈতিক ক্ষতি হয়?  হয়তোবা এর যুক্তিটা সহজ কিন্তু আমার মাথায় ঢুকছেনা। কেউ দয়া করে বলুন। আমার অনেক উপকার হবে। 
শেয়ার করুন বন্ধুর সাথে