Call

সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। এই বার্তাগুলোকে টুইট বলা হয়ে থাকে। টুইটারের সদস্যদের টুইটবার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায় (যদিনা সদস্য সেটা কে দেখতে পাবে তা বাছাই করেন)। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য নিবন্ধন করতে পারেন। এই কাজটিকে বলা হয় অনুসরণ করা।কাউকে ফলো করতে বা টুইট বার্তা প্রেরন করার জন্য টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন।টুইটার অ্যাকাউন্ট খুলতে চাইলে,আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন,সেখানে বিস্তারিত ভাবে বুঝিয়ে বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

টুইটারে আগে ১৪০ অক্ষরে এবং বর্তমানে ২৮০ অক্ষরে টুইট করা যায় । টুইটার একটি সামাজিক যোগাযোগের ওয়েব সাইট যেখানে বিভিন্ন লোকের সমন্বয় । এতে একে অপর কে ফলো করার সিষ্টেম আছে । প্রথমে www.twitter.com এই সাইটে গিয়ে Creat account এ ক্লিক করে জাবতীয় সকল তথ্য পূরন করে সাবমিট করলেই twitter account হয়ে যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ