স্যার, অামার শরিরে কোন রোগ বা অসুখ অাছে কি না তা কিভাবে ধরা পরবে,  মানে নির্নয় করা যাবে,  এর জন্য কি কি পরিক্ষা নিরীক্ষা করার দরকার হতে পারে ? করো জানা থাকলে জানাবেন প্লিজ।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শরীরে রোগ থাকলে বিভিন্ন উপসর্গ দেখা দিবে।

তবে, অনেক সময়ে কিছু রোগে কোন উপসর্গ দেখা নাও দিতে পারে।


শরীরে কোন রোগ আছে কিনা তা জানার জন্য অনেক কয়েকটি টেস্ট করতে হয়।

তবে, নিচের এই কয়েকটি টেস্ট করলেই শরীর সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাওয়া যায়।

টেস্টগুলো হলো:

  • CBC
  • Urine R/M/E
  • S.Creatinin
  • RBS
  • Chest P/A View
  • USG of Whole Abdomen
  • SGPT
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ