Call

your এমন একটি pronoun যেটা দিয়ে তোমাদের, তোমার, আপনাদের, আপনার   সবই অর্থ প্রকাশ করে। যখন একাধিক ব্যক্তিকে "তোমাদের/আপনাদের" বলা হয় তখন সেখানে your ইউজ করা হয়। আবার মাত্র একজনকে যখন " আপনার/তোমার" বলা হয় তখনও কিন্তু your ই ইউজ করা হয়।


এর মানে your শব্দ টা দিয়ে তোমার/আপনার বোঝাবে নাকি তোমাদের/আপনাদের বোঝাবে এটা নির্ভর করবে স্পিকার কয়জনকে বলেছেন তার উপর।  your behavior যখন বলছে,  এটা একজনকে বলা হয় নি, উপস্থিত সবাইকেই বলা হয়েছে  তাই অর্থটা "তোমার" না হয়ে "তোমাদের" হয়েছে।


এককথায় অবস্থা ভেদে your শব্দটা তোমার/তোমাদের দুইটাই প্রকাশ করে।

আশা করি বুঝেছেন।

Talk Doctor Online in Bissoy App
Call

You শব্দটি একই সাথে Singular এবং Plural । You এর অর্থ তুমি , তোমাদের, আপনি, আপনাদের ইত্যাদি । আর তেমনি Your শব্দটিও Singular এবং Plural দুটোই। Your এর অর্থ তোমার, তোমাদের, আপনার, আপনাদের ইত্যাদি । আর তাই "Your Behaviour" এর অর্থ "তোমার কিংবা তোমাদের আচরণ" দুটোই হয়। তাই দুটো বাক্যই সঠিক।

Talk Doctor Online in Bissoy App