mdsagir44

Call

এটা একটি ইনফেকস ও জরায়ু সমস্যার কারনে হয়ে থাকে, জরায়ু যদি ভিতর থেকে বাহিরে অাসার সম্ভা্না রয়ে যায় তা হলে এমনটা মনে হবে, যেন প্রসাব করতে অাটকে অাছে,এ জন্য cef3 400 1+0+1, filmet400 1+1+1, syp masturin এ অসুদ গুলা খাবেন প্রসাবের জালা পোড়া ইনফেকস ছেড়ে যাবে, অার বেসি বেসি সরবত খাবেন, জরায়ুটা গাইনি ডাক্তার দেখিয়ে চিকিৎসানকরে নিবেন,কারন অটা যন্তের মাধ্যমে পরিক্ষা করা হবে, কোন ভয়ের কারন নাই, এহন তার চিকিৎসা এবেলেবেল পাওয়া যায়, চিকিৎসা অবহেলা কররে কেনসার হওয়ার অালামত হয়ে যায়, তাই জরায়ু চিকিৎসা করে নিবেন ধনৌবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এর জন্য একজন রেজিস্টার্ড চিকিত্সকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ঔষধ সেবন করতে হবে। একজন ইউরোলজিস্টের পরামর্শ নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ