Call

Passage Narration আমাদের অনেকের ভীতির কারণ।  আসলে ছোট ছোট Narration আর Passage Narration একই নিয়ম দ্বারা পরিবর্তন হয়। এর নিয়ম নিচে দেওয়া হলো -

  • সমস্ত Narration পড়ে বক্ত ও শ্রোতা নির্ণয় করে নিবেন। 
  • Reporting  verb শেষে থাকলে Indirect করার সময় প্রথমে লিখতে হয়।
  • Reporting verb উল্লেখ না থাকলে, Indirect করার সময় Sentence অনুযায়ী একটি Reporting verb বসাবেন। 
  • কোন বক্তার পর দুইটি উক্তি থাকলে দ্বিতীয় Speech পরিবর্তন করার সময় Further added বা Added বসাবেন। তবে Said বা Asked লিখলে লিখতে পারেন।
  • Reporting Speech এর মধ্যে "Yes" থাকলে Indirect করার সময় "Yes" না লিখে replied in the Affirmative লিখবেন।  "No"  থাকলে replied in the Negative লিখবেন। 
  • replied in the Affirmative বা replied in the Negative লেখার পর and Said that যোগ করে পরবর্তী Speech কে পরিবর্তন করবেন। 
  • Reported Speech মানে Inverted Comma এর ভেতরে কারো নাম উল্লেখ থাকলে, তা Indirect করার সময় Reporting Verb এর পরে লিখতে হয়। অর্থাৎ নাম আগে লিখবেন। 
  • Repotting Speech এ "sir" কথাটি উল্লেখ থাকলে Indirect করার সময় Politely বা respectfully বসাবেন। 
  • Reported Speech এ কোন সন্মানসূচক কথা থাকলে Reporting Verb কে Address এ পরিবর্তন করবেন। 

আশাকরি নিয়ম কানুন অনুযায়ী কাজ করলেই  পরিবর্তন করতে পারবেন। 
Talk Doctor Online in Bissoy App