শেয়ার করুন বন্ধুর সাথে
SaponMolla

Call

এই কঠিন সমস্যার সহজ সমাধান রয়েছে। যা যা লাগবে: পানি স্প্রে বোতল ডেটল ওয়াশিং পাউডার (কাপড় ধোয়ার ডিটারজেন্ট) যেভাবে তৈরি করবেন: ১। আধা বোতল পানিতে দুই টেবিল চামচ ডিটারজেন্ট মেশান। ২। এতে দুই টেবিল চামচ ডেটল দিয়ে দিন। ৩। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিন। ৪। এবার ঘরের যে স্থানগুলোতে ছারপোকা রয়েছে সে স্থানগুলোতে এটি স্প্রে করুন। ৫। দেখবেন ছারপোকা সব মারা গেছে। টিপস: ১। এটি ছাড়াও আপনি বেকিং সোডা অথবা বরিক পাউডার ছিটিয়ে রাখতে পারেন ঘরের বিছানায়, সোফায়। বেকিং সোডা এবং বরিক পাউডারের গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। যার ফলে তারা মারা যায়। ২। নিয়মিত বিছানা পরিষ্কার রাখুন। ৩। বিছানার তোষক, বালিশ, সোফার গদি, লেপ কম্বল খুব কড়া রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এতে করে ছারপোকা খুব দ্রুত পালাবে। ৪। অগোছালো অতিরিক্ত আসবাবপত্রের ঘরে ছারপোকার উপদ্রব সবচাইতে বেশি হয়। তাই ঘর পরিপাটি করে গুছিয়ে রাখুন। ৫। ছারপোকা দূর হয়েছে মনে করে এই কাজগুলো করা বন্ধ করে দেবেন না। সপ্তাহে একবার এই কাজগুলো করতে থাকুন। তা না হলে আবার দেখা দিতে পারে ছারপোকা। সূত্র: এসকেপি ফিটনেস

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ