ঘরের উদাহারন সহ বুঝিয়ে দিবেন। 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রথমে ম্যাজিক বর্গের কেন্দ্রে ৫ বসাতে হবে।তারপর ৪টি কর্ণে যথাক্রমে জোড় সংখ্যা ২,৪,৬,৮ বসাতে হবে।তারপর বাকি ঘরগুলোতে বিজোড় সংখ্যা যথাক্রমে ৯,৭,৩,১ বসালেই তিন ক্রমের ম্যাজিক বক্স কমপ্লিট হবে। প্রথমে খশড়া আলাদা কাগজে ১-১৬ পর্যন্ত বসাতে হবে।তারপর ৪টি কর্ণের সংখ্যা ১,৪,১৩,১৬ কোণাকোণি উল্টাতে হবে।মানে ১ ও ১৬ এবং ৪ ও ১৩ কে কোণাকোণি উল্টাতে হবে।তারপর মধ্যের সংখ্যাগুলো ৬,৭,১০,১১ কোণাকোণি উল্টাতে হবে।৬ ও ১১ এবং ৭ ও ১০ কে উল্টাতে হবে।এভাবেই ৪ ক্রমের ম্যাজিক বর্গ মেলাতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ