<+img src="image link">  ফোনে গ্যালারিতে সেভ করা যেকোন ছবির url বের করব কিভাবে??  thx in advance.....  
Share with your friends
Call

প্রথমে গ্যালারি তে থাকা ছবিটা ইন্টারনেট প্লেসের কোথাও আপলোড করতে হবে। এরপর আপলোড কৃত ছবি এর উপর লং প্রেস করলে লিংক কপি করার অপশন আসবে। সেই লিঙ্কটা কপি করলেই হয়ে গেল।

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

অনলাইনের ক্ষেত্রে জিলানী ভাইয়ার উত্তরটি দেখুন। তবে অফলাইন অর্থাৎ নিজ কম্পিউটার বা ফোনে লোকাল ভাবে সিম্পিল ওয়েবপেজ বানানোর জন্য যদি ছবি যুক্ত করতে চান সেক্ষেত্রে দুটো বিষয় আছে। ১। ওয়েবপেজটিতে ইমেজ ট্যাগে লিংক ব্যবহারের জায়গায় শুধু ছবির নাম দিন এবং ছবির ফরম্যাট উল্লেখ করুন। যেমন waruf.jpg এখানে. jpg হচ্ছে ছবির এক্সটেনশন বা ফরম্যাট। এটি অবশ্যই লিখতে হবে। এবার ওয়েব পেজটি যে ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারে ঐ ছবিটি কপি করে রাখুন। ব্যাস। আর ছবি যদি অন্য ফোল্ডারে থাকে তবে লিংক হবে এমনঃ কম্পিউটারের ক্ষেত্রে  c:\\ a\ waruf.jpg এখানে c হচ্ছে ড্রাইভ এবং a হচ্ছে ফোল্ডার। মোট কথা ছবিটি মেমরির যে লোকেশনে আছে সেই লোকেশনই হচ্ছে লোকাল ইউ আর এল।

Talk Doctor Online in Bissoy App