RushaIslam

Call

আপনি সঠিক নাম্বার লিখুন।  আপনার নাম্বার সঠিক হলে অবশ্যই আইডিটি পুনরায় চালু হবে।  আপনি মনে করার চেষ্টা করুন যে আপনার নাম্বারটি ফেসবুকে ভেরিফাই করা ছিল কিনা। অনেকসময় ভেরিফাই নাম্বার না থাকলে আইডি re active রে ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। আপনি সেক্ষেত্রে আপনার আইডিতে যদি কোনো মেইল অ্যাড করা থাকে তাহলে সেই মেইল দিয়ে আইডিটি লগিন করুন।  সঠিক মেইল অথবা নাম্বার এবং সঠিক পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। ইনশাআল্লাহ হয়ে যাবে।  আর যদি ডি-একটিভ করতে গিয়ে ডিলিট করে দেন এবং ১৪ দিন হয়ে যায় তাহলে আপনার আইডিটি স্বয়ংক্রিয় ভাবেই মুছে যাবে। আপনি যেহেতু ডি-একটিভের কথা লিখেছেন সেহেতু আপনি উপরের লেখাগুলি ফলো করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ