আমার গ্রামের বাড়ি রাজবাড়ি। আমি থাকি ঢাকা, মিরপুরে। এখন আমি আউটসোরসিং এর কাজ করতে চাচ্ছি, কিন্তু এটার থেকে কিভাবে পেমেন্ট পাবো সেটা নিয়ে অনেকটা চিন্তায় আছি। জানতে পারলাম এর জন্য ব্যাংক একাউন্ট থাকতে হয়। আমার আইডি কারড আছে, এখন আমি যদি ব্যাংক একাউন্ট খুলতে চাই তাহলে কি আমার পারমানেন্ট এড্রেস দিতে হবে নাকি কারেন্ট এড্রেস দিলেও হবে?  আর একটা কথা--      আমার আউটসোরসিং একাউন্ট এর সাথে কি ব্যাংক একাউন্ট এর এড্রেস এর মিল থাকতে হবে? আমি আউটসোরসিং একাউন্ট এ কি মিরপুরের পোস্টাল কোড ব্যাবহার করতে পারব?? কারন আউটসোর্সিং থেকে যদি কখোনও কোন লেটার আসে তাহলে তো সেটা আমার পোস্ট অফিসে আসবে। এইজন্য আমি যেহেতু মিরপুরে থাকি তাই মিরপুর এর পস্ট কোড ব্যাবহার করতে চাচ্ছি। এটা কি করা যাবে? আর ব্যাংক একাউন্ট এ কি মিরপুরের পোস্টাল কোড ব্যাবহার  করতে পারবো?  
শেয়ার করুন বন্ধুর সাথে

http://evassmat.com/54eN

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ