bissoyjoy

Call

সামাজিক সংগঠন হলো একটি সমাজ সংস্কৃতির কিছু মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বাড়ানোর এক মিলনস্থল। যেখানে সমাজের কিছু মানুষের সমষ্যার সমাধানে সহযোগিতার হাত বারিয়ে দেওয়া,,,,,,,,! *****সামাজিক সংগঠন শুরু করার পদ্ধতি::::; সামাজিক সংগঠনের জন্য কিছু সংখ্যক সদস্যের প্রয়োজন,, এমন সদস্য নেয়া উচিত যাদের মতামত সর্বদা এক হবে, দ্বিমত পোষন কারী সদস্য সংগঠনের সমষ্যার সম্মুক্ষিন হতে হয়,,, এরপর সামাজিক সংগঠনে সদস্যদের মধ্য হতে প্রধান প্রধান কিছু লোক নিয়োগ দিতে হবে,,, যেমন, সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, ক্যাসিয়ার, এবং পরবর্তী থাকবে সাধারন সদস্য,, এরপর সংগঠনের উন্নয়নের জন্য/ সহযোগিতার জন্য, সাপ্তাহিক অথবা মাসিক অর্থ প্রদান করতে হবে, এবং প্রায় প্রতি মাসেই মিটিং করতে হবে,,,, প্রয়োজনে সংগঠনে প্রতি সদস্যের জন্য একটি করে সদস্য বই তৈরী করতে হবে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ