Call

আসলে কাঁচা রসুন খাওয়া ইসলামে নিষেধ আছে। তবে এটা হারাম নয় মাকরূহ।

হযরত মুহাম্মদ (সঃ)  বলেছেন,“কখনোও কেউ যদি কাঁচা রসুন বা পেঁয়াজ খায় সে আমার কাছ থেকে,মসজিদ থেকে দূরে থাকবে।"

[সহীহ বুখারীতে (খণ্ড নং-১,অধ্যায়-আযান,হাদীস নং-৮৫৫] 

আপনার উচিৎ রান্না করা রসূন  খাওয়া। ইসলাম কাঁচা রসুন খাওয়াকে সমর্থন করে না তাই রান্না করে খাওয়াই ভালো।


[মসজিদ থেকে দূরে থাকলে সালাত আদায় করবেন কিভাবে? অতএব, না খাওয়াই একজন মু"মিন ব্যক্তির কাজ]

বলতে পারেন ঘড়ে বসে পড়বো। মনে রাখবেন  ঘড়ে পড়া আর মসজিদে পড়া এক নয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রসুন যদি একান্ত খেতেই হয় তবে সিদ্ধ করা অবস্থায় খেতে হবে কারণ ,সিদ্ধ করে খেলে এর গন্ধ থাকে না ।কাঁচা রসুন খাওয়া যাবে না ,কাঁচা রসুন খাওয়া মাকরুহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ