প্রতিদিন অন্ততত ৫-৬ঘন্টা নিয়মিত পড়ার চেষ্টা করবেন।কঠোর পরিশ্রম করবেন,লেখাপড়া নিয়ে সাধনা করবেন,চিন্তা করবেন।পড়ার সময় কি,কেন,কিভাবে,কোথায় এই প্রশ্ন করতে থাকবেন।টিয়াপাখির মত মুখস্ত করবেন না।বুঝে বুঝে মুখস্ত করবোন।না বুঝলে শিক্ষক বা বড়ভাই বোনের সহায়তা নিবেন!!!

Talk Doctor Online in Bissoy App

আপনি যেহেতু দশম শ্রেণিতে পড়েন, এখন থেকেই বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাবিপ বিষয় ভালো করে পড়ুন। বাংলাদেশের ইতিহাস সম্পকে বেশি জানুন। এ বিষয়গুলো সবসময় চচা করে যান। ফেসবুকে বিসিএস পরীক্ষার গ্রুপ, পেজ আছে যেগুলো বিসিএস পরীক্ষায় উত্তিণদের দ্বারা পরিচালিত হয়। তাদের সাথে যোগাযোগ রাখুন। ভালো অনুশীলনের জন্য বিভিন্ন বই বাজারে পাওয়া যায়। সেগুলো কিনতে পারেন। পারলে একেকটি বিষয়ের জন্য একাধিক বই কিনে পড়তে পারেন। পূববতী পরিক্ষার প্রশ্নগুলো সংগ্রহ করুন। এতে আপনার চচাও হবে, পরীক্ষায় কীভাবে প্রশ্ন হয় তাও জানতে পারবেন। ভালো করে পড়াশোনা চালিয়ে গেলে আশা করা যায় আপনি একদিন বিসিএস ক্যাডার হবেন।

Talk Doctor Online in Bissoy App