Waruf

Call

একটি পেজের ভেতর অন্য সাইট প্রদর্শন করতে চান নাকি একটি সাইটের ইউয়ারএল এ গেলে সেটি রিডাইরেক্ট করে অন্য সাইটে নিয়ে যাবে? ক্লিয়ার করে বলুন। এখানে এক সাইটের পেজে অন্য সাইট প্রদর্শন টা বলছি।  প্রথমে সেই অন্য সাইটের  নির্দিষ্ট পেজ বা হোম পেজের xml ফাইল তৈরি করুন। এবার আপনার সাইটে যেখানে ঐ সাইট শো করাবেন সেখানে এইচটি এমএল এডিটরে  নতুন একটি div id or div class নিন। এর পর তার ভেতর একটি iframe ত্যাগ নিন। iframe ট্যাগের ভেতরে xml কোড গুলো পেস্ট করুন। এবার div ত্যাগের css করুন নিজের পছন্দ অনুযায়ী। iframe এ সাইজ করুন যতটুকু স্থান জুড়ে অন্য সাইটের পেজ দেখাবে। ব্যাস সেভ করুন। কাজ কমপ্লিট। আর যদি ডোমেইন রিডাইরেক্ট করতে চান সেক্ষেত্রে হোস্টিং সাইটে ইউ আর এল রিডাইরেক্টিং কনফিগারেশন করতে হবে। ইন্ডেক্স ফাইলে পিএইচপি কোড লিখে এ কাজ করা যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ