আমার মোবাইলে কিছুই নেই। তাও internal Storage ফুল কারণ কি।? কিভাবে খালি করবো?
Share with your friends
MdRahimKhan

Call

আপনি internal storage এ গিয়ে ক্যাশড ডাটা ও অযথা কোনো ফোল্ডার থাকলে সেগুলো ডিলিত করে দিন। তাহলে কিছুটা হলেও ফাঁকা হবে। কিন্তু internal storage সম্পূর্ণ ফাঁকা করতে পারবেন না।

Talk Doctor Online in Bissoy App
NirobAhmad

Call

প্রথমে ফোনের অপ্রয়োজনীয় এপস গুলো আনইন্সটল করুন।

তার প্লে স্টোর থেকে cache cleaner এপস ইন্সটল করে এপসের মাধ্যমে cache  ক্লিন করুন।
এই দুই কাজের মাধ্যমে ফোনের কিছুটা স্পেস বাড়বে।
আরো বাড়ানোর জন্যে ফোন রুট করতে হবে।
রুট করে অপ্রয়োজনীয় এপস গুলো যা কিনা মোবাইলে প্রি ইন্সটল করা থাকে অইগুলো আনইন্সটল করতে পারেন।
আর sd card কে ডিফল্ট করে রাখুন।
তাহলে কোন এপস ইন্সটল করলে তা মেমরীকার্ডে যায়গা নিবে।
আশাকরি কিছুটা হলেও আপনার সমস্যার সমাধান পেয়েছেন।
Talk Doctor Online in Bissoy App