Jamiar

Call

খুব সহজেই আপনি সিলেবাস এর জন্য  ms word এ  পেইজ সেটাপ করে নিতে পারবেন।, প্রথমে বলি সিলেবাস এর পেইজ গুলো ছোট হয়ে থাকে তাই পেইজটিকে Landscape করে নিয়ে ২ টি কলাম নিতে হবে এর জন্য  কিছু ধাপ বলছি দেখুন

  • প্রথমে ms word অপেন করবেন।
  • এর পর আপনি পেইজ সেটাপ করার জন্য menu bar এর page layout এ যাবেন।
  • এর পর page setup এর size এ ক্লিক করবেন, দেখবেন একটি বক্স আসবে  সেখান থেকে A4 সাইজে সিলেক্ট করে দিবেন।
  • এর পর page setup এর Orientation এ ক্লিক করে Landscape ক্লিক করলে আপনার পেইজটি হরিজন্টাল সাইজ হবে।
  • এর পর কলামে সিলেক্ট করে ২ টি কলাম নিবেন।
  • এর পর  পেইজে দুইটি কলাম আসবে  সেই কলামের ভিতরে টাইপিং বা কম্পোজ করবেন। 
  • এভাবে যত পেইজ লাগে নিয়ে নিবেন এর পর পৃষ্টা দিতে চাইলে, page নাম্বারে যাবেন সেখানে গিয়ে দিতে পারবেন।
  • এভাবে আপনি সিলেবাস তৈরির জন্য পেইজ সেটাপ করতে পারবেন। 
এছাড়াও আপনার মনের মত পেইজের সাইজ করার জন্য কাস্টমস পেইজে গিয়ে নিজের ইচ্ছা মত পেইজের সাইজ দিতে পারেন।ধন্যবাদ। 


Talk Doctor Online in Bissoy App