কিভাবে পাসপোট থেকে বয়স কমীয়ে নতুন পাসপোট করা যায় এবং কত বছর বয়স হলে পাসপোর্টের মেদ শেষ হয়। ৫০ নাকি ৪৫  নাকি ৬০ বলবেন দয়া করে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

পাসপোর্ট তৈরি হয় জাতীয় পরিচয় পত্র/জন্মনিবন্দন 

এর তথ্য থেকে তাই পাসপোর্ট এর জন্ম তারিখ

চেঞ্জ করতে হলে জাতীয় পরিচয় পত্রের জন্মদিন

চেঞ্জ করতে হবে যা আপনার ক্ষেত্রে অসম্ভব।

তাই বলা যায় যে আপনি যা করতে চাচ্ছেন তা 

পারবেন না।

আর পাসপোর্টের মেয়াদ তো ৫ বছর আপনার বয়স

যাইহোক না কেন।

আপনি যে দেশে যে কাজের ভিসাতে যাবেন সেই ভিসাতে

বা যে প্রতিষ্ঠানে যাবেন সেখানে সীমাবদ্ধ থাকে যে 

বয়স এত থেকে এত এর মধ্যে হতে হবে। 

সবদেশে আর সব কাজে একই নীতিমালা নয়। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ