শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হযরত সুমাইয়া (রাঃ) ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহলের হাতে শহীদ হন। আবু জাহল তার গুপ্তাঙ্গে বর্শা বা তলোয়ার দিয়ে আঘাত করে হত্যা করেছিল, এটা প্রমাণিত → (দালায়েলুন নবুয়ত ২/২৮২, আল-বিদায়াহ ৩/৫৯) । তবে, তাকে উলঙ্গ করে হত্যা করেছিল, এমনটি পাওয়া যায় না। অন্যায় কাজে বাধা দেওয়ার সামর্থ্য থাকলে বাধা দান করতে হবে। অন্যথায় ধৈর্য ধারণ করতে হবে এটাই শরী'আতের শিক্ষা। রাসূল (সঃ)-এর তখন অত্যাচার প্রতিরোধ করার ক্ষমতা ছিল না। তাই ধৈর্যধারণের উপদেশ দিয়েছিলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ