Call

ভাই আপনি ভুল প্রশ্ন করেছেন,। আপনার প্রশ্ন টা হবে সেলসিয়াস থেকে ফারহেনাইট বা কেলভিন।। এর বেশির ভাগ সময় ই সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হয় এর জন্য আপনি সেলসিয়াসে যত সংখ্যা আছে তার সাথে ২৭৩ যোগ করলেই কেলভিন এর মান পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সেলসিয়াস থেকে ডিগ্রিতে কখনো রূপান্তর করা যায় না। তবে সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে হলে যা করতে হবে: Shift চেপে 8 চাপতে হবে।পরে 38 চাপলেই সেলসিয়াস থেকে ফারেনহাইট চাপার ফাংশন আসবে।5*(f–32)/9,এভাবেও করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Scientific Calculator এ অবশ্যই সে. থেকে ফ্যা. এ অথবা ফ্যা. থেকে সে. এ নেওয়া যায়। আপনি calculator এর দেখবেন একটি বাটনের উপর 'CONV' লেখা (সাধারণত '8' বাটনের উপর লেখা থাকে)। ১. এরপর আপনি Shift+সেই বাটনটা চাপুন এরপর আপনি যদি 991-ES ব্যবহার করেন তাহলে ~39 চেপে ফ্যা. থেকে সে. এ নিবেন। ~আর 40 চেপে ফ্যা. থেকে সে. এ নিবেন। আর 991EX CLASSWIZ ব্যবহার করলে ২. Shift+8(CONV)+(upper key ^ )+1(Temperature) চাপুন এরপর ~1 চেপে সে. থেকে ফ্যা. অথবা ~2 চেপে ফ্যা. থেকে সে. এ নিতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ