শেয়ার করুন বন্ধুর সাথে
SaponMolla

Call

আক্রান্ত ব্যাক্তির শরীরের ওজন অনেক কমে যাবে, সেই সাথে ক্লান্তি বোধ করবে রুগী অনেক বেশি, দীর্ঘদিন ধরে জ্বর থাকবে, সেই সাথে মুখে বা গলায় ঘা হতে পারে, হতে পারে বমিবমি ভাব বা বমিও, সেই সাথে চলতে পারে এক মাসের বেশি সময় ধরে ডায়রিয়াও, মাথা, চোখ এবং মাংসপেশিতে ব্যথা অনুভুত হতে পারে আক্রান্ত ব্যাক্তির, শরীর ম্যাজ ম্যাজ করতে পারে, শরীরের ত্বকের উপরে ওপর নানা ধরনের ফুসকুড়িঁ ও ঘা হতে পারে, সাথে থাকবে নাক-কান-গলার সমস্যা, ঠোঁট ও যৌন অঙ্গের চারপাশে ধীরে ধীরে ফোসকা ও ঘা হবে ও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে। এসব লক্ষনন থাকলে বোঝতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ