Share with your friends
Call

এর জন্য ফাস্ট নেমে . ? , ! " বিভিন্ন একাধিক চিহ্ন বসাতে হবে এবং লাস্ট নেমে শব্দ বা নাম।এককথায় , ফাস্ট নেমে ও লাস্ট নেমে কিছু না কিছু লিখতে হবে।আর না হলে সম্ভব নয়।

Talk Doctor Online in Bissoy App
Call

এক অক্ষর দিয়ে ফেসবুক আইডি খোলা যাবে না|

Talk Doctor Online in Bissoy App
SajidulHaq

Call

ফেসবুকে মূলত নামের জন্য তিনটি ঘর থাকে। এর মধ্য প্রথম এবং শেষ নাম দেয়া অব্যশক। কিন্তু মধ্য নাম না দিলেও চলে। কিন্তু শুধু এক অক্ষর বা এক শব্দ দ্বারা নাম ফেসবুকে ব্যবহার করা যায় না। 


বিঃদ্রঃ আপনি ইউটিউবে ফেসবুকে এক অক্ষরে নাম লেখা পদ্ধতি সম্পর্কে অনেক ভিডিও পাবেন। কিন্তু এগুলো বিশ্বাস করে আপনার প্রয়োজনীয় তথ্য তাদের কে প্রদান করবেন না!!
Talk Doctor Online in Bissoy App
Call

https://play.google.com/store/apps/details?id=com.lwfd.indonesiavpn

এই ডাউনলোড  করে ওপেন  করেন। 

তারপর ভিপিএন টা চালু  করে ভালো একটা ব্রাউজার  দিয়ে  ফেসবুকে ঢুকেন (ইউসি হলে ভালো হয়)। ফেসবুক থেকে ভাষা  ভাষা  ইন্দোনেশীয়া করেন। 

তারপর নাম চেন্চ করতে যান। 

শুধু একটা নাম দিন আর ২য় নাম-৩য় নামের ঘর ফাকা রেখে ওকে করে দিন। 

তাহলেই কাজ শেষ। 

বুঝতে সমস্যা  হলে ভিডিও  দেখুন 


Talk Doctor Online in Bissoy App