Share with your friends
রুপ

Call

পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ____________________ প্রার্থীর এম.ফিল. বিধির ৫ ধারার উপধারা (১) ও (২) এর ভর্তির যোগ্যতাসহ অবশ্যই এম.ফিল/সমমান ডিগ্রি থাকতে হবে। তবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির জন্য সরাসরি প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন। অথবা প্রার্থীর যদি এম.ফিল. বিধির ৫ ধারায় বর্ণিত ভর্তির যোগ্যতা থাকে এবং তিনি যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/সরকারী বৃত্তি অর্জন করেন, তাহলে তাঁরা পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন জমা দিতে পারবেন। অথবা এম.ফিল. বিবিধর ৫ ধারার উপধারা (১) ও (২) এর ভর্তির যোগ্যতাসহ (ক) সরকারী কলেজে ৫ (পাঁচ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা (খ) অনার্স পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে অনার্স শ্রেণীতে ৫ (পাঁচ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতার অথবা (খ) কোন ¯^ীকৃত গবেষণা প্রতিষ্ঠানে ৫ (পাঁচ) বছরের গবেষণা কাজের অভিজ্ঞতা এবং সেই সাথে প্রতি ক্ষেত্রে (ক অথবা খ অথবা গ) কোন স্বীকৃত জার্নালে ন্যূনতম ৩টি গবেষণা নিবন্ধ প্রকাশিত/গৃহীত হয়ে থাকলে প্রার্থী পিএইচ.ডি. প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তবে, শিক্ষা জীবনের কোন পর্যায়ে ২য় বিভাগ/শ্রেণী/সিজিপিএ ৩.০০ এর কম থাকলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।

Talk Doctor Online in Bissoy App