শেয়ার করুন বন্ধুর সাথে
Iloveallah

Call

বিকেএসপি ভর্তি প্রক্রিয়া:
বর্তমানে বিকেএসপি প্রধান কেন্দ্র ও
আঞ্চলিক কেন্দ্রগুলোতে মোট ১৭টি
খেলা শেখার ব্যবস্থা রয়েছে।
এখানে সাধারণত ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম
শ্রেণিতে আসন খালি থাকা
সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হয়।
প্রতিবছর পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি
প্রকাশ করে ভর্তি পরীক্ষা গ্রহণের
মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়।
সম্পূর্ণ আবাসিক ব্যবস্থায় চলে
পড়াশোনা ও খেলাধুলার নিবিড়
পরিচর্যা। ভর্তির জন্য প্রথমে
আবেদনপত্র সংগ্রহ করে সেটি
যথাযথভাবে পূরণ করে জমা দিতে হয়।
এরপর আবেদনপত্র থেকে বাছাই করা
শিক্ষার্থীদের ডাকা হয় নির্ধারিত
দিনে। মূলত দেখা হয় তার খেলার
যোগ্যতা। ভালো শিক্ষার্থীদের
বাছাই করে মেডিকেল চেকআপের পর
ভর্তি করিয়ে নেওয়া হয়
বিকেএসপিতে।
১০ থেকে ১৫ বছর বয়সের শিক্ষার্থীরা
আবেদন করতে পারে। মাধ্যমিক,
উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পড়ার সুযোগ
রয়েছে এখানে। মূলধারার পাঠ্যবই
পড়েই একাডেমিক পরীক্ষায় বসতে হয়
শিক্ষার্থীদের।সম্পূর্ণ আবাসিক এই
প্রতিষ্ঠানে ছেলেদের জন্য চারটি
হোস্টেল ও মেয়েদের জন্য রয়েছে
একটি হোস্টেল। ভর্তি হতে সর্বমোট ২০
হাজার টাকার মতো লাগে। আছে
মাসিক বেতন। তবে এটা নির্ভর করে
অভিভাবকের আয়ের ওপর। প্রতিবছর
একেকটি খেলায় যে কয়টি আসন
খালি হয়, তার বিপরীতেই শিক্ষার্থী
ভর্তি নেওয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ