amirupu

Call

 লিংক কপি করা যায় না। 

এর জন্য ব্রাউজার লাগে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি ক্রোম বা মজিলা ব্রাউজার ব্যবহার করতে পারেন ।এটা দিয়ে কপি করা যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফ্রি বেসিক্স অ্যাপ দিয়ে কোনো প্রশ্নের লিংক কপি করা যায় । হয়ত অনেকেই যায় না তাই বলেছে যায় না । 

যেভাবে করবেন 

  • উপরের ডান পাশের কর্ণারের 3 টা ডট চিহ্ন আছে । এখানে ক্লিক করুন 
  • ক্লিক করার পর যে ফাংশন গুলো আসবে সেখান থেকে Share এ ক্লিক করুন । 
  • ক্লিক করার পর নিচের দিকে share করার জন্য অনেক গুলো সেক্টর আসবে যেমন ফেসবুক,মেসেন্জার,মেসেজ ইত্যাদি 
  • এখানে একটু সুইপ(ওগুলো সরায় পাশে দেখবেন অনেক সময় পরের পেজ এ থাকে ) করে দেখুন যে লেখা আসবে copy to clipboard এখানে share করুন দেখবেন লিংক কপি হয়ে গেছে তারপর প্রয়োজনীয় স্থানে গিয়ে পেস্ট করে দিন । 
চেষ্টা করুন আশা করি সফল হবেন । কোথাও কোনো প্রকার সমস্যা হলে জানাবেন । ধন্যবাদ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি ক্রম দিয়ে ব্যাবহার করলে কপি করতে পারবেন। যে প্রশ্নের লিংক কপি করতে চান সে প্রশ্নের উপর চাপ দিয়ে ধরে থাকুন দেখবেম লেখা আসবে Copy Link Address এ ক্লিক করলে কপি হয়ে যাবেঃ যেমন ঃ https://https-www-bissoy-com.0.freebasics.com/347820/?iorg_service_id_internal=203307983470890%3BAfq2QBuDtcKFmFXX দেখুব আমি কপি করে দিলাম আপনাকে এককটা প্রশ্নের লিংক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার স্মার্টফোন হতে কোন টেক্সট কপি করার জন্য আগে সেটি ওপেন করুন, তারপর যে শব্দটি কপি করবেন তার উপর টাচ করে ধরে রাখুন অথবা ডাবল টাচ করুন দেখবেন কপি এর অপশন আসবে। দুইপাশে আপনার কপি এরিয়া বাড়ানের আইকন থাকে। সেগুলো বাড়িয়ে কমিয়ে কপি করতে পারবেন। সিলেকশন শেষ হলে উপরের বাটন গুলো থেকে কপি বাটন সিলেক্ট করুন আপনার টেক্সট কপি হয়ে যাবে। এবার নতুন টেক্সট ওপেন করে উপরের বাটন হতে পেস্ট বাটন সিলেক্ট করলেই আপনার কপি করা টেক্সট পেস্ট হয়ে যাবে।এভাবে যেকোন লিংক কপি করতে পারবেন।তবে ফ্রিবেসিক্স এপ্স দিয়ে পারবেননা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ