বিছানা ইত্যাদি শুকানোর দ্বারা পাক হয় না। এজনই লেপ, তোষক ইত্যাদির উপর কভারের ব্যবস্থা করা হয়ে থাকে। যাতে কোন ময়লা বা নাপকি লাগলে কভার ধুলেই পবিত্র হয়ে যায়। তো আপনার বীর্য যদি তোষক বা এজাতীয় মোটা জিনিসে লাগে যাকে ধোয় সম্ভব নয়, তাহলে তাকে ধোয়ার পিছনে না পড়ে তার উপর কোন পবিত্র বেডশিট বিছিয়ে দিন। আপনি তার উপরিই নামায বা অন্যান্য ধর্মীয় কাজ করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যদি পানি না পান তাহলে রোদে শুকিয়ে বিছানা পবিত্র করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

সম্বব হলে আপনি বিছানা ধুয়ে নিন। পবিত্র হয়ে যাবে। তা না পারলে রোদে শুকিয়েও পবিত্র করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নিজের পরিহিত সে লুঙ্গী দিয়ে ওই স্থান ভালো করে ঘষে ফেলুন। সম্ভব হলে শুধু ওই স্থান পানি দিয়ে ধুয়ে ফেলুন।। শুকিয়ে ফেললেও সমস্যা নাই।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিছানার চাদরটি ধুয়ে ফেলুন অথবা যেখানে লেগেছে সেখান টা ধুয়ে ফেলুন পানি দয়ে ।তারপর শুকাতে দিন। সম্পুর্ণ চাদর ধুয়ে ফেলাই উত্তম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইমাম আবুহানিফার মতে-  ১. আপনার বিছানাটা যদি এমন থাকে, যা ধুয়ে রৌদে দিলেও নষ্ট হবার সম্ভাবনা নেই ,তাহলে তা ধুয়ে পবিত্র করে নিতে হবে। যেমন চাদর ,কাঁথা,কম্বল এরকম যে গুলো ধোয়া যায় ইত্যাদি । ২. আপনার বিছানাটা যদি এমন থাকে, যা ধুয়ে রৌদে দিলেও নষ্ট হবার সম্ভাবনা আছে ।যেমন তোষক,জাযিম ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ