Call

আপনি কয়েকটি উপায়ে টাকা উপার্জন করতে পারেন । যেমন 

  • বিভিন্ন পার্টটাইম জব গুলো করে আপনি টাকা উপার্জন করতে পারেন। বিভিন্ন পাঁচ তারা রেস্তোরায় আপনি কাজ করতে পারেন । যেমন পিজজা হাটে পার আওয়ার (hour) হিসেবে পার্টটাইম জব করা যায় । 
  • এছাড়া আপনি পাঠাও নামে একটি সার্ভিস আছে ঢাকায় আপনার যদি বাইক ,সাইকেল বা গাড়ি থাকলে আপনি এই সার্ভিস এ কাজ করতে পারেন । এ সার্ভিস হলো ডেলিভারি করার মতো । এই রাইড করেও আপনি মাসে ভালো টাকা উপার্জন করতে পারবেন । এছাড়া
  • আপনি আউটসোর্সিং করতে পারেন এর মাধ্যমেও ভালো টাকা উপার্জন করা যায় । 
আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ঢাবির ছাত্র হয়ে যদি টিউশনি ছাড়া অন্য কোনো কাজে নামেন সেটা আপনারই আত্মসম্মানে বাধবে। যাই হোক, আমি দুটো পথ বলি। 

  1. হোটেলের ওয়েটার।
  2. সুপারশপের সেলসম্যান। 
ছাত্রজীবনে টিউশনি আর এদুইটা ছাড়া উপার্জনের ভালো কোনো পথ নেই। আপনি এইদুইটা থেকে একটা বেছে নিতে পারেন। প্রতিদিন কাজে যদি ৫০০ টাকা করে নেন তাহলেই হবে।
এছাড়া যদি প্রযুক্তি বিষয়ক জ্ঞান থাকে তাহলেও দুটি পথ আছে। 
  1. সাইবার শপে কাজ।
  2. স্কুলের অফিসের কম্পিউটার অপারেটর। 
আমার জানামতে স্কুলের কম্পিউটার অপারেটর হলে একমাসে ১৫০০০ টাকা পেয়ে যাবেন। সাইবার শপেরটা বলতে পারব না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমার মনে হয় কৃষি কাজ করলে আপনার ১ মাসে ১৫০০০ টাকার থেকে বেশি হবে তথন আপনার কাজে লাগাতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমি মনে করি তাড়াতাড়ি করে কোন চাকরি আপনি পাবেন। টাকা যদি আপনার খুবই প্রয়োজন হয়। তবে আপনি সিনজি চালাতে পারেন।১০ দিন চালালে আপনি ১৫০০০ টাকা পেতে পারে। কথাটা খারাপ মনে করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ