শেয়ার করুন বন্ধুর সাথে

ভোল্ট সমান থাকা সত্ত্বেও এক এক ধরনের লাইট একএক ওয়াটের হয়েথাকে। যেমন ৪ ভোল্ট লাইট কোনোটা হয় ১/২ ওয়াট কোনোটা ১ ওয়াট আবার কোনোটা আরো বেশি। আপনি যেকোন কিছু বের করতে চান? জানা থাকতে হবে ২ টি তথ্য। ধরন ওয়াট, ভোল্ট, অ্যাম্পিয়ার এখান থেকে আপনি জানতে চাচ্ছেন ওয়াট কত? এর জন্য আপনার জানা থাকতে হবে ভোল্ট ও অ্যাম্পিয়ার কত। ধরি ভোল্ট ৪ আর অ্যাম্পিয়ার ০.২৫ এখন সূত্র সাজিয়ে নিন ওয়াট = অ্যাম্পপিয়ার × ভোল্ট =  ০.২৫ × ৪ = ১ ওয়াট। এখন ধরি আপনার ওয়াট জানা আছে আর ভোল্ট জনা আছে দরকার অ্যাম্পপিয়ার। আবার সূত্র সাজিয়ে নিবেন অ্যাম্পিয়ার = ওয়াট ÷ ভোল্ট। আশাকরিক বুঝতে পেরেেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ