Call
আপনি আপনার ছোট ভাই/বোনের ইনকামিং ও আউটগোয়িং কলের হিস্টি শুধুমাত্র তাদের মোবাইলের কল হিস্টি চেক করে বের করতে পারবেন।এছাড়া আর কোনো সিস্টেম নেই ; যেটি অবলম্বন করে আপনার ভাই/বোনের কল হিস্টি বের করতে পারবেন।
অবশ্য একটি উপায় আছে সেটি হলো কল ট্র্যাকিংয়ের মাধ্যমে যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়।আশা করি বুঝতে পেরেছেন।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি একটা কাজ করে দেখতে পারেন তবে সেটা সহজ পদ্ধতি হবে না। 

এটা শুধু গ্রামীণ সীমের জন্য বলে দিচ্ছি আমি । 

  • প্রথমে যে সীমের আপনি খোজ রাখতে চান সেই সিমে My Gp অ্যাপটি ইনস্টল করুন । এর পর অ্যাপ এ লগ ইন করুন করার পর more এ ক্লিক করুন করার পর আপনি আপনি দেখবেন ডান পাশ থেকে একটি নিউ পেজ আসছে যার উপরের দিকে নাম্বার ও primary  লেখা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে লেখা আসবে  add account আর manage accounts । আপনি manage accounts এ ক্লিক করুন । উপরের দিকে লেখা আসবে  allow others to link my account. এটা অন করে দিন। 
  • এরপর  আপনার ফোনে my gp অ্যাপটি ইন্সটল করুন লগ ইন করুন। তারপর আগের মত more এবং primary তে যথাক্রমে ক্লিক করুন। এবার add account  এ ক্লিক করুন। এখন আপনি যে সীমটায় allow others to link my account অন করে দিলেন ঐ নাম্বার টা এখানে দিয়ে add করুন । 
  • এড করার পর ঐ account এ আপনি প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পর more ক্লিক করুন দেখতে পাবেন usage history এখানে ক্লিক করে voice ক্লিক করলেই  আপনি ইনকামিং ও আউটগোয়িং দুটো লিস্ট ই দেখতে পাবেন । 
আশা করি বুঝতে পেরেছেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Chanchal

Call

বাংলালিঙ্ক সিম হলে My Banglalink app এর মাধ্যমে সহজেই আপনি আপনার ভাইবোনদের কল হিস্ট্রি দেখতে পারবেন । এজন্য আপনাকে My Banglalink app ইনস্টল করে আপনার ভাই/বোনের নাম্বার বসিয়ে Sing up করতে হবে । Sing up করার সময় আপনার ভাই/বোনের নাম্বারে অকটি কোড যাবে সেটা বসিয়ে দিলেই কাজ শেষ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
tisan333

Call

আপনি তাছাড়া ইন্টরনেট ব্যবহার করে জানতে পারবেন। তাহলো Airdriod নামে একটা এপ্যাস যা দিয়ে আপনি ই ফোনের যাবতীয় সকল কিছু দেখতে ও নিয়ে আসতে পারবেন। তার ছবি পিকচার ইত্যাদি। এপ্যাস টা গুগুল প্লে স্টোরে থেকে  ফ্রি ডাউনলোড করে নেন। আর উপভোগ করুন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ