ফেসবুকে রিপোর্ট হচ্ছে ফেসবুকের কর্তৃপক্ষের কাছে কোন ব্যক্তির ফেসবুকে অপকর্মের জন্য নোটিশ  পাঠানো। কাউকে উদ্দেশ্য করে এক দুইবার নোটিশ পাঠালে তেমন সমস্যা হয়না। তবে ২০/২৫ বার পাঠালে সেই আইডি ব্যান হতে পারে। কেউ যদি আপনার আইডিকে উদ্দেশ্য  রিপোর্ট পাঠাতে থাকে তা হলে আপনার কিছু করার নেই। তার সাথে সমঝোতা করে ফেলা উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

ফেসবুকে কারো আইডিতে রিপোর্ট মারলে কি হয়?

মতামত :রিপোর্ট মারলে আপনার উক্ত রিপোর্টটি ফেসবুকের

প্রশাসনগণ যাচাই-বাঁচাই করবেন এবং কি কারণে রিপোর্ট

করছেন সেই সনস্যাটি খুঁজে বের করবেন যদি রিপোর্টের

সত্যতার কোন অনুপযোগী প্রমান পাওয়া যায় তাহলে সাময়িক

ব্লক করা হতে পারে রিপোর্ট করার অ্যাকাউন্ট। এখানে অত্যধিক

রিপোর্ট করারও প্রয়োজন নেই,কোন সমস্যা থাকলে একটি রিপোর্টেই যথেষ্ট। এক্ষেত্রে পুনরুদ্ধার করার পদ্ধতি নির্ভর করবে

সমস্যার উপরে।পূর্বেই কোন প্রতিকার করার উপায় নেই।

আর যদি আইডিতে কোন অনুচিত কার্যক্রম অর্থাৎ ফেসবুকের

নিয়মের বহির্গত কোন সমস্যা না পাওয়া যায় তাহলে যত ইচ্ছা ততই রিপোর্ট করুক না কেন কোন কাজে আসবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ