শেয়ার করুন বন্ধুর সাথে
Hasannrand1

Call

স্টুডেন্ট ভিসায় বিদেশ যাওয়ার প্রক্রিয়া একটি দীর্ঘ প্রক্রিয়া | স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া যেতে চাইলে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে | আপনি ইন্টারমিডিয়েট পাস করলে আপনাকে Ielts করতে হবে | Ielts রেজাল্ট ৬.৫ বা এর চেয়ে বেশি হলে ভালো হয় | এবার আপনাকে কয়েকটা ইউনিভার্সিটি চয়েস করতে হবে | আপনার চয়েস করা ইউনিভার্সিটি গুলোতে এপ্লাই করতে হবে | মেইলের মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে | তারা আপনার ডকুমেন্ট দেখতে চাইলে আপনাকে আপনার ডকুমেন্ট গুলো পাঠাতে হবে | আপনার একাডেমিক রেজাল্ট ও Ielts স্কোর যদি তাদের ভালো লাগে তাহলে তারা আপনার সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করবে | এবং ভিডিও কলের মাধ্যমে একটি ভাইভা নেবে | আপনার আইকিউ এবং ইংলিশের ওপর কতটুকু দক্ষতা তা যাচাই করবে | এরপর যদি আপনাকে তাদের পছন্দ হয় তাহলে তারা মেইলের মাধ্যমে আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠাবে | কনফার্মেশন মেসেজ পেলে আপনাকে ইউনিভার্সিটি তে ভর্তি হয়ে যেতে হবে | এর মধ্যেই আপনার পাসপোর্ট করে ফেলতে হবে | এইবার আপনাকে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান এম্বাসিতে যোগাযোগ করতে হবে এবং ভিসার জন্য এপ্লাই করতে হবে | তারা আপনার বিস্তারিত তথ্য দেখে যদি আপনাকে ভিসা দেয় তবেই আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন | ভিসা হয়ে গেলে অস্ট্রেলিয়া যাওয়ার পূর্বেই আপনাকে ১ বছরের ইউনিভার্সিটির ফী পরিশোধ করতে হবে | এর পরেই আপনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারবেন |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ