ভাই আমি অর্নব। আর্টসের ছাত্র (humanitices) এখন আমি কিভাবে প্রযুক্তির দিকে এগিয়ে যেতে পারি কিছু গাইড লাইন দেন। আমার সপ্ন ছিল টেকনলজিতে পড়াশুনা করব ভাগ্য সহায় হল না। কিন্তু প্রযুক্তির প্রতি আমি বেশি আসক্ত। এখন বাস্তব জীবনে একজন টেকনলজির ছাত্রদের মত কিছু করতে বা শিখতে কি কি করতে হবে???? কিকি গাইড লাইন ফলো করতে হবে? দয়া করে উত্তর দিন ইন্টারনেশনাল সিস্টেম এ ভিডিও তৈরী করতে চাই যেটা যে কোন দেশের মানুষ বুঝবে । একজন বড় মাপের ইউটুবার হতে হলে আমার কি রকম চরিত্রবলের প্রয়োজন হবে? আর এখন থেকেই কি কি প্রাকটিস করতে হবে? যেমন আত্নর্জাতিক ইউবার হতে হলে ভাল ইংরেজি প্রেকটিস করা লাগে। এবং এখন থেকেই ব্যক্তিত্বের কেমন পরিবর্তন আনতে হবে? এবং কি কি বিষয়ের উপর অবশ্যই জ্ঞান থাকতে হবে (চ্যনেলের ক্যাটাগরি যাই হোক ক্যাটাগরি ছাড়া কি কি ধরনের জ্ঞান লাগবে যেগুলা ছাড়া বড় মাপের ইউটিউবার হওয়া অসম্ভব? আর গাইডলাইন বুঝিয়ে দিবেন প্লিজ। আর এর জন্য কি ধরনের কোর্স বা ট্রেইনিং করলে বেশি সুবিধা হবে বলে দিবেন প্লিজ।আর নিজেকে প্রস্তুত করব কিভাবে।আর প্রস্তুতি নিব কিভাবে? বুঝতে অসুবিধে হলে জানাবেন। অগ্রিম ধন্যবাদ
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সব সফলতার মূলে রয়েছে মানুষের ইচ্ছাশক্তি। 

আপনি এই বিষয় গুলো শিখতে পারেনঃ  

Software Technology  

CSS/Javascript/HTML/PHP

Web Designing

Adobe Illustractor

Graphics Design

  Typing/Font Change/Theme

Internet Browsing

MS Word /Excel/ Powerpoint  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ