Call

গণিতের একটি অংশ হল পরিসংখ্যান। ট্যালি পরিসংখ্যান প্রকাশের একটি পদ্ধতি। টযালি নানাভাবে করা যায়। আপনার নিশ্চয়ই ট্যালি কীভাবে লিখতে হয় তা জানা আছে? ১ হলে একটি দাগ, ২ হলে দুটি দাগ, ৪ হলে চারটি দাগ এবং ৫ হলে চারটি দেগ দিয়ে আড়াআড়িভাবে কেটে দিতে হয়। ট্যালির অঙ্ক করার কিছু পদ্ধতি নিম্ন্রূপ -

* ট্যালি ছক একে করতে হয়। সাধারণ ট্যালিতে তিনটি কলাম বা লম্বালম্বি ঘর থাকে। ১মে শ্রেনীব্যাপ্তি, ২য়তে গণসংখ্যা, ৩য়তে ট্যালি।

* তবে শ্রেণীব্যাপ্তি যদি না দিয়ে কিছু উপাত্ত অর্থাৎ সংখ্যাসূচক তথ্য দেওয়া থাকে(১০, ১৯, ১৩, ২৬, ১৮,৫৬, ৫৭...) এবং গণসংখ্যা নিবেশণ সারনী নির্ণয় করতে বলে তাহলে আগে শ্রেণীব্যাপ্তি বের করতে হবে। ট্যালি বের করার জন্য শ্রেণীব্যাপ্তি অবশ্যই প্রয়োজনীয়। শ্রেণীব্যাপ্তি বের করার জন্য পরিসর বের করে নিতে হবে। ঊদাহরণসহ দেখালাম ----

#৩১ দিনের সর্বনিম্ন তাপমাত্রা নিম্নে দেওয়া হল। গণসংখ্যা নিবেশণ সারণি নির্ণয় কর/

১৪, ১৪, ১৪, ১৩, ১২, ১৩, ১০, ১০, ১১, ১২, ১১, ১০, ৯, ৮, ৯, ১১, ১০, ১০, ৮, ৯, ৭, ৬, ৬, ৬, ৬, ৭, ৮, ৯, ৯, ৮, ৭

উত্তরঃ এখানে, ছোট সংখ্যা ৬

                       বড় সংখ্যা ১৪

         সুতরাং পরিসর= (১৪-৬)+১ = ৯

       এখন, শেণী ব্যবধান যদি ৩ ধরি তবে শ্রেণিসংখ্যা হবে = ৯/৩ = ৩

       [শ্রেণী ব্যবধান নিজের সুবিধামত ধরে নিতে হবে, শেণীসংখ্যা হল ছকে কয়টা কলাম বা লম্বালম্বি ঘর হবে সেটার সংখ্যা]

        গণসংখ্যা নিবেশণ সারণী গঠন করা হল


শ্রেনীব্যাপ্তি ট্যালি গণসংখ্যা
৬-৮ ।।।।/  ।।।।/  ।  ১১
৯-১১ ।।।।/  ।।।।/  ।।। ১৩
১২-১৪ ।।।।/  ।।


মোট ৩১
[/ চিনহটি ।।।। এর উপর আড়াআড়িভাবে বসবে ]
* শ্রেনীব্যাপ্তি বিচ্ছিন্ন হতে পারে আবার অবিচ্ছিন্ন হতে পারে। বিচ্ছিন্ন হলে(জনসংখ্যা)১০-২০, ২১-৩০, ৩১-৪০... আবার অবিচ্ছিন্ন হল(বয়স, উচ্চতা) ৫-৬, ৬-৭, ৭-৮...  বিচ্ছিন্ন হলে ১ম সংখ্যা থেকে ০.৫ বিয়োগ এবং পরেরটার সাথে ০.৫ যোগ করতে হবে। ৯.৫-২০.৫, ২০.৫-৩০.৫, ৩০.৫-৪০.৫

সাধারণ নিয়মে এভাবেই ট্যালি করা হয়।

ধন্যবাদ।

---- আশেকীন আশিক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ