আমাদের একটি Tenda রাউটার আছে। সেটার এডমিন প্যানেলে ঢোকার ডিফল্ট পাসওয়ার্ড ছিলো admin. সম্প্রতি কেউ এটা চেঞ্জ করেছে। আমি মাঝে মাঝে ঢুকে দেখতাম কেউ তার স্পিড লিমিট করেছে কিনা। আজ দেখি ঐ admin পাসওয়ার্ড কেউ চেঞ্জ করেছে। আমি কিভাবে ঐ পাসওয়ার্ড জানতে পারবো। রাউটার রিসেট দেওয়া ছাড়া কি Admin Panel এর Password  জানা সম্ভব?

প্লিজ হেল্প মি।


Share with your friends
Call

না, রিসেট ছাড়া অ্যাডমিন পাসওয়ার্ড জানা সম্ভব নয়।রিসেট দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পদ্ধতি।

প্রথমে web page গিয়ে user name >>Admin থাকবেই

আপনি নিচে পাসওয়ার্ড Admin দিবেন যেখানে তাঁর ডান পাশে উপরে Advanced নামে অপশন পাবেন, ওখানে গিয়ে >>Tools >>change passward >>save passward >>ok.


Talk Doctor Online in Bissoy App
Call

প্লেস্টোর হতে wifi master নামক এপ্সটা নামিয়ে নিন। এর মাধ্যমে এডমিন লগিন ছাড়া রাইটার এক্সেস করতে পারবেন সহজেই।

Talk Doctor Online in Bissoy App