আমার ফোনে  WiFi এর পাসওয়ার্ড সেভ করা ।কিন্তু আমি জানি না । আমি কি সেই পাসওয়ার্ড টা দেখতে পারি ? কিভাবে ? প্লিজ প্লিজ বলেন
Share with your friends
Call
কোন মডেলের ফোন এটা উল্লেখ করলে উত্তর করতে সুবিধা হতো।তাঁরপর উত্তরটি দিলাম কাজে লাগবে। ফোন যদি রুট করা থাকে তাহলে wifi পাসওয়ার্ড দেখতে পারবেন। অথবা শাওমি লেনেভো,হুয়াওয়ে নতুন ফোনগুলোতে রুট ছাড়াই পাসওয়ার্ড দেখা যায়।


ফোন রুট থাকলে wifi passward viwer apk দিয়ে দেখতে পারবেন।আর শাওমি ব্যান্ডের ফোন দিয়ে miui 7 থেকে দেখতে পারবেন।রুট ছাড়া শাওমি,লেনেভো হুয়াওয়ে নতুন মডেলের মোবাইল থেকে যেভাবে দেখবেন> প্রথমে সেটিং >wifi> এখন যেই wifi ব্যবহার করছেন সেটার উপরে ক্লিক করে কানেক্ট/connected যান সেখান ক্লিক করলে শেয়ার পাসওয়ার্ড অপশন পাবেন, ক্লিক করলে একটি QR Code শো করবে সেই কোডটি QR স্ক্যানার অ্যাপ থেকে স্ক্যান করলে পাসওয়ার্ড দেখতে পারবেন।


Talk Doctor Online in Bissoy App

আপনি Router Setup Page নামে একটা App আছে সেটা দিয়ে নিমিষেই খুব দেখে নিতে পারেন আপনার কাংখিত পাসওয়ার্ডটি। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App

হ্যাঁ,সেভ করা থাকলে দেখতে পারবেন। এর জন্য প্রয়োজন একটা সফটওয়্যার "router setup page " নামের সফটওয়্যারটি, সফটওয়্যার টা ওপেন করার পর open router page প্রবেশ করতে চাইলে সেইখানে নাম এবং পাসওয়ার্ড চাইবে ... নামের স্থানে " admin "  এবং পাসওয়ার্ড এর স্থানেও " admin " লিখবেন এবার প্রবেশ করতে পারবেন। প্রবেশের পর বাম পাশে দেখবেন security আছে  সেখানে এ গিয়ে wireless password লেখা অপশনটি খুঁজে বের করবেন।দেখবেন খুব সুন্দর করে পাসওয়ার্ড দেওয়া আছে । ব্যাস পৌঁছিয়ে গেলেন আপনার কাঙ্খিত লক্ষ্যে বিঃদ্রঃ উপরিউক্ত কাজ গুলো আপনাকে সেই রাউটারে কানেক্ট থাকা অবস্থায় করতে হবে।   বুঝতে সমস্যা হলে জানাবেন.....

Talk Doctor Online in Bissoy App