আমরা 5 ভাই বোন। 2 ভাই আর 3 বোন। বাবা শহরের 8.5 (সাড়ে আট) ডিসিমল জাযগার অর্ধেক অংশে দুই তলা একটা বাড়ি বানিয়েছে। এখন এই সম্পত্তি কিভাবে বন্টন হবে? মা-বাবা দুজনেই জীবিত আছেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার মা যদি থাকে তাহলে মা পাবে পূর্ণ সম্পত্তির 0.125 শতাংশ বা 1.0625 ডিসেমিল প্রত্যেক ছেলে পাবে 0.25 বা 2.125 ডিসেমিল আর প্রত্যেক মেয়ে পাবে 0.125 বা 1.0625 ডাসেমিল। আর মা মারা গেলে প্রত্যেক মেয়ে পাবে 0.1429 শতাংশ বা 1.214 ডিসেমিল আর ছেলে পাবে 0.2857 বা 2.429 ডাসেমিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ