Call

 একবারে ৬০০ গ্রুপ থেকে  leave দেওয়া সম্ভব নয়। প্রত্যেক টা থেকে আলাদাভাবে  leave দিয়ে বেরিয়ে আসতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সাধারণত অফিশিয়ালি ফেসবুকে এড করা গ্রুপের মেম্বারদেরকে একসাথে একবারে রিমুভ করা যায় না। 

কিন্তু একটা ট্রিক্স আছে যেটা দিয়ে অটোমেটিকলি মেম্বারদের ত্যাগ করা যাবে। আপনাকে কিছুই করতে হবে যা করার কম্পিউটার করবে। তার জন্য আপনাকে কম্পিউটার দিয়ে ফেসবুকে ঢুকতে হবে।

প্রথমে এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে "NotePad" দিয়ে ওপেন করে কপি করুন।

তারপর কম্পিউটার দিয়ে ফেসবুকে লগিন করুন। 

তারপর আপনার গ্রুপে যান। 

ডান পাশে মেম্বারদের তালিকা দেখবেন ঐখান থেকে "All Member" -এ ক্লিক করবেন। 

এবার কম্পিউটার কীবোর্ড থেকে "Ctrl+Shift+j" প্রেস করুন।

ডান পাশে একটা বক্স বের হবে ঐখানে কোড গুলো পেস্ট করুন।

এবার দেখবেন অটোমেটিক মেম্বার "Leave" হবে।
 
এটা বন্ধ করতে চাইলে "Enter" প্রেস করলে হয় যাবে।

ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ