শেয়ার করুন বন্ধুর সাথে

আসলে চুল পাকা কোন বয়স অনুসারে হয় না। যেকোন বয়সের যেকোন লোকের চুল পাকতে পারে।তবে যারা একটু টেনশন বেশি করে তাদের সাধারনত চুল বেশি পাকে। এখন চুল পাকা বন্ধ করতে আপনি নিমের পাতা ভালভাবে বেটে চুলে লাগিয়ে রাখবেন।লেবুর রসও মাখতে পারেন। এতে মাথা ঠান্ডা ও চুলগুলো কাল হবে। তাছাডা যদি কোনভাবেই চুল পাকা এডাতে না পারেন তাহলে হেয়ার কালার ব্যবহার করতে পারেন। নীমের পাতায় ও লেবুতে আশাকরি চুল পাকা বন্ধ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোন কিছু তেই কাজ হয় না।

আমি যখন জন্ম গ্রহন করেছিলাম

তখন থেকে আমার মাথার চুল পাকা।

কোন ভাবেই কালো করা সম্ভব হয়নি।

মাথায় এলার্জি থাকার কারনে মেহেদী

লাগাতে পারি না।

আপনি মেহেদী দিতে পারেন।

এতে করে সাদা চুল লালচে হয়ে যাবে।

কিছু টা ভালো দেখাবে।

ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ