আমার কাছে একটি ১২ বোল্ড চার্জার আছে সার্কিট সহ! কিন্তু ৩ টা ব্যাটারি আছে ৬ বোল্ড এর। অর্থাৎ ২৮ বোল্ড। এখন কিভাবে কানেক্ট দিলে ৩ টা একসাথে চার্জ হবে।
Share with your friends

দুটি করতে হবে প্যারালাল অর্থাৎ ৬+৬=৬ ভোল্ট।

তারপর প্যারালাল করা ৬ ভোল্টের সাথা বাকী থাকা ৬ ভোল্ট সিরিজ করতে হবে অর্থাৎ ৬+৬=১২ ভোল্ট।

তারপরে চার্জ দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

বাজারে ১৮ ভোল্ট চার্জার পাওয়া যায়। যদি না পান তবে বিকল্প ব্যবস্থা বলছি।

১২ ভোল্ট ৬০০০ মিলি অ্যাম্পিয়ার ১টি ট্রান্সফরমার নিবেন (যার প্রাইমারিতে ২ তার ও সেকেন্ডাারীতে ৩ তার থাকে। এবার সেকেন্ডারির মাঝখানের তারটি বাদ দিয়ে ২ পাশের তার গুলোর সাথে ব্রিজ রেক্টিফায়ার করেনিন। এবার ৬ ভোল্ট ৩ টি ব্যটারি সিরিজ করে চার্জ করতে পারবেন। (৪ টি ব্যটারি হলে ভাল হবে কারন চার্জার এর আউটপুট ২৪ থেকে ২৫ হবে)

সতর্ক : যেহেতু ৩ টি ৬ ভোল্ট মানে মোট ১৮ ভোল্ট তাই বেশি সময় চার্জিং অবস্থায় রাখা যাবেনা।

যদি ব্যাটারির অ্যাম্পিয়ার বৃৃদ্ধি করেন তবে এই চার্জার এ চলবে না।

Talk Doctor Online in Bissoy App