Call

আপনি নিজেও করতে পারেন আবার দোকানেও নিতে পারেন।

নিজে করতে হলে ফোনে ১-২ জিবি ডাটা  বা আনলিমিটেড ওয়াইফাই কানেকশন নিয়ে নিবেন। তারপর সেটিংসে গিয়ে অ্যাবাউট অপশনে ঢুকে আপডেট অপশনটি সিলেক্ট করুন। তারপর আপডেট শুরু হয়ে যাবে। তবে ফোনের যাবতীয় সকল তথ্য মুছে যাবে। 

সবচেয়ে সহজ হয় কোনো মোবাইলের দোকানে গিয়ে ২০০-৩০০ টাকা দিয়ে করিয়ে নেওয়াটা।

Talk Doctor Online in Bissoy App
Anynomous

Call

আপনার মোবাইল এক ভার্সন থেকে অন্য ভার্সনে নিতে প্রথমে মোবাইল টি রুট করতে হবে। রুট কিভাবে করতে হয় তা এই পোস্টটি পড়লে বুঝতে পারবেন।

রুট করার পর গুগলে গিয়ে আপনার ফোনের মডেল+custom recovery লিখে সার্চ দেন। আপনার পছন্দমত একটি রিকভারি ডাউনলোড করুন। তারপর তা Flashify অ্যাপ দিয়ে ফ্ল্যাশ করে নিন।

এরপর আবার  আপনার ফোনের মডেল+custom rom লিখে গুগলে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত ভার্সনের রমটি ডাউনলোড করে নিন। এবার মোবাইল অফ করে রিকভারি মোডে যাবেন   পাওয়ার বাটন+ভুলিয়ম আপ+হোম বাটন এক সাথে চেপে রিকভারি মুডে যাবেন।

সেখান থেকে ইন্সটল এ যিপ এ গিয়ে ডাউনলোড কৃত রমটি সিলেক্ট করে দিন। তার পর রম ইন্সটল হওয়া শুরু হবে। কিছুক্ষন সময় লাগবে। রম ইন্সটল শেষে মোবাইল রিবুট করুন। এবং দেখুন আপনার ফোন আপনার কাঙ্ক্ষিত ভার্সনে আছে। উল্লেখিত পোস্টের সতর্কতা গুলো মেনে চলবেন।

ধন্যবাদ


Talk Doctor Online in Bissoy App