অনেক সাইট আছে, যেখানে Bold, Italic, Blockquote ইত্যাদি বিষয়গুলো সহজে করা যায়। যেমন: Bold করতে হলে '**লেখা**' টাইপ করতে হয়, Blockquote করতে হলে "> লেখা"  টাইপ করতে হয়। বিস্ময়ে কি এসব করা যায়? করলে কিভাবে তা করা যায়? দয়া করে জানাবেন।  


শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

বিস্ময়ে WYSIWYG এডিটর ব্যবহার করে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন টেক্সট, লিস্ট, লিঙ্ক ও টেবিল তৈরি করা যায়।

এডিটরে টুলবার না দেখতে পেলে আপনার ব্রাউজার পরিবর্তন করুন।


Blockquote এর কোনো সিস্টেম রাখা হয়নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
amirupu

Call

হ্যা যায়।উত্তরের উপরে B IU  লেখা আছে। তা দিয়েই হবে। আর বাম দিক হতে ৩+৪ নাম্বার হল বুলেট ও নাম্বারিং। আর ৬ নাম্বার হল কোন লিংক এড করে এখানে ক্লিক করুন ইত্যাদি আনা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ