আমার সার্টিফিকেট এ আমার মা নাম আছে rina begum কিন্তু আমার মা এর NID তে আছে বিলকিছ বেগম এটা কিভাবে সংশোধন করবো।
Share with your friends

আপনি কোন নামটা ঠিক রাখতে চান সে বিষয়ে আপনি নিজেই সিদ্ধান্ত নিন।তবে এখানে আমার পরামর্শ রইলো যা আপনার ভাবনায় রাখবেন সিদ্ধান্ত নিতে।আপনার মায়ের এনআইডিতে নাম এসেছে বিলকিছ বেগম। আর আপনার সার্টিফিকেট এ এসেছে রিনা বেগম।যদি আপনি আপনার সার্টিফিকেট এ নাম পরিবর্তন করতে চান তাহলে এফিডেবিট এর মাধ্যমে তারপর এফিডেবিট এর রায়ের কপি সংশ্লিষ্ট বোর্ড এ জমা দিবেন, তার সাথে জরুরী যেগুলো কাগজ প্রয়োজন সেগুলো জমা দিবেন। সার্টিফিকেট এ কিভাবে নাম পরিবর্তন করতে হয় তার বিস্তারিত জানতে পারবেন আপনি যে প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট অর্জন করেছেন সেই প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে।তবে ভাই মনে রাখবেন বাংলাদেশের কিছু কিছু সেক্টর আছে যেগুলোতে জব করার জন্য শর্ত থাকে সার্টিফিকেট এর এফিডেবিট গ্রহণযোগ্য নয়। যেমন সামরিক বাহিনীর পুলিশ,সেনা,নৌ বাহিনীতে।এ বিষয়টা মাথায় রাখার পরামর্শ রইলো।যদি আপনি আপনার সার্টিফিকেট ঠিক রেখে আপনার মায়ের এনআইডি এর নাম সার্টিফিকেট অনুসারে করতে চান তাহলে আপনি উপজেলা নির্বাচন অফিসে গেলে পরিবর্তনের নিয়ম জানতে পারবেন। ২৫৩ টাকা এনআইডি নাম পরিবর্তনের ফি সোনালি অথবা বাংলাদেশ ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে তার ব্যাংক ড্রাফটের কপি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।আগে এফিডেবিটের প্রয়োজন হতো, বর্তমানে এর প্রয়োজন নেই।এছাড়া আপনি নির্বাচন কর্মকর্তার সাথে কথা বললে কি কি কাগজপত্র আবেদন ফরমের সাথে জমা দিতে হবে তা বিস্তারিত জানতে পারবেন। আর অবশ্যই মনে রাখবেন যার আবেদন সংশোধন করবেন তাকে স্বয়ং উপস্থিত থাকতে হবে নির্বাচন কমিশন অফিসে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি 105 নাম্বারে ফোন দিলে সমাধান পাবেন | কল দিতে হবে 9 থেকে 4 টার মধ্যে | সিমে টাকা থাকলে টাকা কাটবে না থাকলে ফ্রিতেই কথা বলতে পারবেন |

Talk Doctor Online in Bissoy App

আপনি উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন।

Talk Doctor Online in Bissoy App

NID কার্ড টা সংশোধন করতে হবে।

কারণ সার্টিফিকেট সংশোধন করার সুযোগ নেই।

Talk Doctor Online in Bissoy App