Junait

Call

আপনার কথানুযায়ী সে স্বীকার করছে 

টাকা নিয়েছে তবে ফেরত দিতে অস্বিকার

করছে। 

এমতাবস্থায় গ্রামের সিনিয়র ব্যাক্তিদের/ (মুরব্বিদের)

বিষয়টি জানাতে পারেন। টাকার পরিমান বেশি

হলে গ্রামের মেম্বার, চেয়ারম্যান কে নালিশ দিতে পারেন

এমনকি উপযুক্ত প্রমাণ থাকলে থানায় ডায়েরি লিখতে

পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমত আপনি তাকে বুঝিয়ে বলেন সে যনো টাকা গুলা

আপনাকে ফিরত দিয়ে দেয়।

তার পর ও যদি সে না শোনে তবে তার বাসার বড়দের

কে জানান।

এবং আপনার বাসার বড়দের ও জানান

তার সাতগে অপসে আসার চেষ্টা করুন

ঝামেলা করলে কোন কিছু সমাধান হয় না

তাই আপসে আসুন।

বিঃদ্রঃ কোন রকম টাকা পয়সার লেন্দেন করলে উপযুক্ত

প্রমান রাখবেন

তাহলে এই রকম সমস্যার সম্মুখিন হতে হবে না 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ