যেভাবে কল হিস্টোরি থেকে নম্বর ডিলিট করবেন: 

  • যদি কল হিস্টোরির সব নম্বর একসঙ্গে ডিলিট করতে চান, তাহলে প্রথমে কল হিস্টোরিতে ঢুকুন। এরপর উপরের ত্রিবিন্দু (: অপশন বাটন যেটা) ওটাতে ক্লিক করুন। এবার Delete লেখায় ক্লিক করুন। উপরে 0 Selected দেখালে ওখানে ক্লিক করে Select All ক্লিক করুন। Ok বাটনে ক্লিক করে আবার ওকে করুন। ব্যস, কল হিস্টোরির সব নম্বর ডিলিট হয়ে যাবে।
  • আর যদি নির্দিষ্ট কোনো নম্বর ডিলিট করতে চান, তাহলে কল হিস্টোরিতে ঢুকে ওই নম্বর বা নামে ক্লিক করুন। এবার উপরের ডিলিট বাটনে ক্লিক করুন। তাহলেই ডিলিট হয়ে যাবে। ধন্যবাদ! 
Talk Doctor Online in Bissoy App

Call

Log এ যাবেন, ডান পাশ থেকে ক্লিক করলে সেটিং এবং সিলেক্ট অপসন আসবে। তারপর All select টিক দিয়ে ডিলিট এ ক্লিক করুন।

Talk Doctor Online in Bissoy App