ভাইয়া আপনি সৌদি অবস্থান ছারা পারবেন না। কারন আপনি যানেন যখন ইমু একাউন্ট খুলবেন তখন আপনার নম্বর ভেরিফাই হবে আর এর জন্য আপনার মোবাইলে নেট থাকতে হবে। কিন্তু সৌদির নম্বরে তো আপনি বাংলাদেশে নেট পাবেন না। 
একটা উপায় আছে সেটা হল আপনি যে সিমে ইমু খুলবেন সেই সিমকার্ড যদি সৌদি থাকে তাহলে যে ভাবে ইমু খোলা হয় সেইভাবেই খুলতে পারবেন। যখন ভেরিফাই হবে তখন ঐ সিমটা যার কাছে (অবশ্যই সৌদি থাকতে হবে) থাকবে তার থেকে verification code নিয়ে আপনি একাউন্ট খুলতে পারবেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ