শেয়ার করুন বন্ধুর সাথে

চীনে উচ্চ শিক্ষা'র জন্য যেতে চাইলে আপনি নিজে চেষ্টা করলেও পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হতে পারে। তাই চায়না স্পেশালিষ্ট কোন প্রতিষ্ঠানের মাধ্যমে চেষ্টা করলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। চীনে ষ্টুডেন্ট পাঠানোর বেশকিছু প্রতিষ্ঠান থাকলেও আপনাকে বেছে নিতে হবে কারা শুধুমাত্র চীনের জন্য স্পেশালিষ্ট। যারা বিশ্বের অনেক দেশেই ষ্টুডেন্ট পাঠায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই গোজামিল দিয়ে চেষ্টা করে, বিধায় সময় বেশি লাগে ও অনেক ক্ষেত্রে বিফল হয়। চীনে উচ্চ শিক্ষা'র জন্য যাওয়ার সহজ নিয়মঃ ১। আপনি যদি কোন প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে চীনে যেতে চান তবে, প্রথমেই আপনাকে নিদিষ্ট একটি চায়না ষ্টুডেন্ট স্পেশালিষ্ট প্রতিষ্ঠানে ফাইল ওপেন করতে হবে। ২। আপনার সার্টিফিকেট, পাসপোর্ট, মার্কশীটের মতো কাগজপত্রগুলোর স্ক্যান কপি জমা দিয়ে চায়নাতে পাঠাতে হবে। ৩। চায়নাতে আপনার পাঠানো কাগজপত্র গুলো গ্রহনের পর নিদিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠা নে আবেদন করতে হবে এবং JW202 ফরম পূরন করে এর জন্য আবেদন করতে হবে। ৪। এরপর JW202 কপি (China Ministry of Education এর অথরাইজ সীল যুক্ত প্রিন্টেড কপি) এবং Admission নোটিশ আসবে। ৫। এবার ভিসা প্রসেসিং এর জন্য মেডিকেল টেষ্ট ও ভিসার জন্য আবেদন করতে হবে। ৬। ভিসা হয়ে গেলে আপনাকে ১বছরের টিউশন ফি ও আবাসিক খরচ বাবদ নগদ অর্থ চায়নাতে প্রদান করতে হবে। এরপর চলে যান চীন.... ---কালেক্টেড!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ