শেয়ার করুন বন্ধুর সাথে
shohanrand1

Call

আলোর স্রোত, অবতল প্রতিফলন, সংগ্রাহী পরকলা এবং প্রক্ষেপক লেন্স নিয়ে সাধারণ প্রজেক্টর গঠিত। অধিকাংশ প্রজেক্টরে টাংস্টেন ফিলামেন্ট ১০০ কিলোওয়াট এর বাল্ব লাগানো থাকে এর পেছনে মসৃণ একটি আয়না লাগানো থাকে। এতে করে আলোক উৎসের সমস্ত আলো স্লাইড বা ফিল্মের দিকে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত আলোক কন্ডেন্সার লেন্সের উপর এসে পড়ে। কন্ডেন্সার লেন্সে দুটি সমতল লেন্স থাকে। এটি আলোক-রশ্মিকে স্লাইডের দিকে কেন্দ্রীভুত করে দেয়। এর ফলে স্লাইডের ইপর আঁকা প্রতিবিম্বটি দীপ্ত হয়ে ওঠে। কিছু কিছু স্লাইড প্রজেকটর আছে যাতে একসঙ্গে এরশোর ও বেশি স্লাইড লাগানো যায়। শিক্ষকগণ এবং ব্যবসায়ীরা বিষয়বস্তু আলোচনার সময় ছবির সাহায্যে সহজে বোঝানোর উদ্দেশ্য এই ধরনের স্লাইড প্রোজেকটর ব্যবহার করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ