শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

টিকটিকির দেয়ালে আটকে থাকার পেছনে আমাদের চেনা পরিচিত একটা বল দায়ী যার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। টিকটিকির পায়ের নিচের অংশকে যখন অনেক ম্যাগ্নিফাই করে দেখা হয় দেখা যায় এতে খুব চিকন চিকন চুলের মত লাখ লাখ (প্রায় ১ মিলিয়ন) তন্তু আছে।এদেরকে বহুবচনে setae বলে।এখানেই শেষ না।প্রত্যেকটা seta র মাথায় আরো চিকন এবং আরো অসংখ্য তন্তু আছে।এদের বহুবচনে বলা হয় spatulae।এদের মাথা সমতল থাকে। এরকম অনেক তন্তু থাকায় যে সুবিধা হয় তা হচ্ছে দেয়ালের সাথে কনটাক্ট পয়েন্টের সংখ্যা অনেক বেড়ে যায় এবং সারফেস এরিয়াও বেড়ে যায়।ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে বিভিন্ন সমযোজী অপোলার যৌগের (এমনকি জৈব যৌগগুলোর) অণুর মধ্যে ক্রিয়াশীল অত্যন্ত দুর্বল মানের বল।অণুগুলো পরস্পরের কাছাকাছি হলে তখনই এই বল কাজ করে।একটু দূরে চলে গেলেই আর কাজ করেনা।অণুর সংখ্যা যত বাড়বে এই বলও ততই শক্তিশালী হতে থাকবে। এখন যেহেতু কন্টাক্ট পয়েন্ট অনেক বেশি তাই দেয়াল আর টিকটিকির পায়ের মধ্যে বিদ্যমান অণুর সংখ্যাও অনেক বেশি।তাই তাদের মধ্যে ক্রিয়াশীল ভ্যান ডার ওয়ালস বলও এখন আর নগন্য নয়।তাই টিকটিকিও দেয়ালের সাথে আটকে থাকে।বিশ্বাস করা কষ্ট হলেও সত্যি যে একটা টিকটিকি তার পায়ের সবগুলো spatulae ব্যবহার করলে ২৮০ পাউন্ড বা ১২৭ কেজি ভর নিয়েও দেয়ালে আটকে থাকতে পারে যেখানে একটা টিকটিকির ভর ৫০ বা ১০০ গ্রামের কাছাকাছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ